সর্বশেষ আপডেট: ৬ সেপ্টেম্বর ২০২৫
ব্র্যান্ড: Dark Style (আমরা/আমাদের)


1) সাধারণ শর্তাবলী

  • এই ওয়েবসাইট ব্যবহার করে আপনি আমাদের শর্তাবলীতে সম্মত হচ্ছেন।

  • আমরা যেকোনো সময় শর্তাবলী পরিবর্তনের অধিকার রাখি।


2) অর্ডার ও ডেলিভারি

  • আমাদের সব অর্ডার Cash on Delivery (COD) ভিত্তিক।

  • অর্ডার করার সময় গ্রাহককে সঠিক নাম, ঠিকানা ও ফোন নম্বর দিতে হবে।

  • ডেলিভারির সময় কুরিয়ার চার্জ প্রযোজ্য হবে (যদি আলাদা কিছু উল্লেখ না থাকে)।

  • নির্দিষ্ট সময়সীমায় ডেলিভারি নিশ্চিত করার চেষ্টা করা হবে, তবে কুরিয়ার সংক্রান্ত বিলম্বের জন্য আমরা দায়ী নই।


3) প্রোডাক্ট সম্পর্কিত

  • আমরা শুধুমাত্র অরিজিনাল ও যাচাইকৃত স্কিনকেয়ার/কসমেটিকস প্রোডাক্ট সরবরাহ করি।

  • প্রোডাক্টের ছবি ও বিবরণ বাস্তবের কাছাকাছি প্রদর্শন করা হয়, তবে কিছুটা ভিন্নতা থাকতে পারে।


4) রিটার্ন ও রিফান্ড

  • প্রোডাক্টে যদি কোনো ত্রুটি থাকে তবে ডেলিভারি গ্রহণের সাথে সাথেই আমাদের হটলাইনে যোগাযোগ করতে হবে

  • ওপেন/ব্যবহৃত প্রোডাক্ট রিটার্ন গ্রহণযোগ্য নয় (স্বাস্থ্যবিধির কারণে)।

  • রিটার্ন ও রিফান্ড নীতিমালা আলাদা সেকশনে বর্ণনা করা থাকবে (যদি প্রযোজ্য হয়)।


5) পেমেন্ট

  • আমরা শুধুমাত্র Cash on Delivery (COD) গ্রহণ করি।

  • কার্ড/ব্যাংক/অনলাইন পেমেন্ট এই মুহূর্তে সমর্থন করি না।


6) কাস্টমারের দায়িত্ব

  • অর্ডার করার আগে প্রোডাক্টের বিবরণ ভালোভাবে যাচাই করবেন।

  • সঠিক তথ্য প্রদান করবেন—ভুল তথ্যের কারণে ডেলিভারি ব্যর্থ হলে আমরা দায়ী নই।


7) আমাদের অধিকার

  • প্রয়োজন হলে আমরা অর্ডার বাতিল করার অধিকার রাখি।

  • প্রোডাক্টের দাম ও অফার যেকোনো সময় পরিবর্তন করা হতে পারে।


8) আইন ও বিচারব্যবস্থা

  • এই শর্তাবলী বাংলাদেশ আইনের অধীন নিয়ন্ত্রিত।

  • যেকোনো বিরোধের ক্ষেত্রে বাংলাদেশ আদালতের এখতিয়ার প্রযোজ্য হবে।