Terms & Conditions
সর্বশেষ আপডেট: ৬ সেপ্টেম্বর ২০২৫
ব্র্যান্ড: Dark Style (আমরা/আমাদের)
1) সাধারণ শর্তাবলী
এই ওয়েবসাইট ব্যবহার করে আপনি আমাদের শর্তাবলীতে সম্মত হচ্ছেন।
আমরা যেকোনো সময় শর্তাবলী পরিবর্তনের অধিকার রাখি।
2) অর্ডার ও ডেলিভারি
আমাদের সব অর্ডার Cash on Delivery (COD) ভিত্তিক।
অর্ডার করার সময় গ্রাহককে সঠিক নাম, ঠিকানা ও ফোন নম্বর দিতে হবে।
ডেলিভারির সময় কুরিয়ার চার্জ প্রযোজ্য হবে (যদি আলাদা কিছু উল্লেখ না থাকে)।
নির্দিষ্ট সময়সীমায় ডেলিভারি নিশ্চিত করার চেষ্টা করা হবে, তবে কুরিয়ার সংক্রান্ত বিলম্বের জন্য আমরা দায়ী নই।
3) প্রোডাক্ট সম্পর্কিত
আমরা শুধুমাত্র অরিজিনাল ও যাচাইকৃত স্কিনকেয়ার/কসমেটিকস প্রোডাক্ট সরবরাহ করি।
প্রোডাক্টের ছবি ও বিবরণ বাস্তবের কাছাকাছি প্রদর্শন করা হয়, তবে কিছুটা ভিন্নতা থাকতে পারে।
4) রিটার্ন ও রিফান্ড
প্রোডাক্টে যদি কোনো ত্রুটি থাকে তবে ডেলিভারি গ্রহণের সাথে সাথেই আমাদের হটলাইনে যোগাযোগ করতে হবে।
ওপেন/ব্যবহৃত প্রোডাক্ট রিটার্ন গ্রহণযোগ্য নয় (স্বাস্থ্যবিধির কারণে)।
রিটার্ন ও রিফান্ড নীতিমালা আলাদা সেকশনে বর্ণনা করা থাকবে (যদি প্রযোজ্য হয়)।
5) পেমেন্ট
আমরা শুধুমাত্র Cash on Delivery (COD) গ্রহণ করি।
কার্ড/ব্যাংক/অনলাইন পেমেন্ট এই মুহূর্তে সমর্থন করি না।
6) কাস্টমারের দায়িত্ব
অর্ডার করার আগে প্রোডাক্টের বিবরণ ভালোভাবে যাচাই করবেন।
সঠিক তথ্য প্রদান করবেন—ভুল তথ্যের কারণে ডেলিভারি ব্যর্থ হলে আমরা দায়ী নই।
7) আমাদের অধিকার
প্রয়োজন হলে আমরা অর্ডার বাতিল করার অধিকার রাখি।
প্রোডাক্টের দাম ও অফার যেকোনো সময় পরিবর্তন করা হতে পারে।
8) আইন ও বিচারব্যবস্থা
এই শর্তাবলী বাংলাদেশ আইনের অধীন নিয়ন্ত্রিত।
যেকোনো বিরোধের ক্ষেত্রে বাংলাদেশ আদালতের এখতিয়ার প্রযোজ্য হবে।