Refund and Returns Policy
সর্বশেষ আপডেট: ৬ সেপ্টেম্বর ২০২৫
ব্র্যান্ড: Dark Style (আমরা/আমাদের)
1) সাধারণ নীতিমালা
আমরা শুধুমাত্র অরিজিনাল ও প্রিমিয়াম স্কিনকেয়ার প্রোডাক্ট সরবরাহ করি।
একবার বিক্রি হয়ে যাওয়া পণ্য সাধারণত রিটার্ন/রিফান্ডযোগ্য নয়, তবে বিশেষ ক্ষেত্রে ব্যতিক্রম হতে পারে।
2) কোন কোন ক্ষেত্রে রিটার্ন গ্রহণযোগ্য
প্রোডাক্ট ডেলিভারির সময় ভুল পণ্য পাওয়া গেলে।
প্রোডাক্ট ডেলিভারির সময় ক্ষতিগ্রস্ত বা এক্সপায়ারড পাওয়া গেলে।
উপরোক্ত সমস্যা থাকলে, ডেলিভারি গ্রহণের ৫ দিনের মধ্যে আমাদের হটলাইনে যোগাযোগ করতে হবে।
3) কোন কোন ক্ষেত্রে রিটার্ন গ্রহণযোগ্য নয়
প্রোডাক্ট খোলা/ব্যবহৃত হয়ে গেলে।
কাস্টমারের অসাবধানতার কারণে ক্ষতি হলে।
ডেলিভারি পাওয়ার ৫ দিনের পর অভিযোগ করলে।
4) রিটার্ন প্রক্রিয়া
গ্রাহককে আমাদের হটলাইনে কল করতে হবে: +880 1922-934743
সমস্যা যাচাইয়ের জন্য ছবি/ভিডিও পাঠাতে হতে পারে (WhatsApp/Facebook Messenger এ)।
রিটার্ন অনুমোদন হলে আমাদের টিম কুরিয়ারের মাধ্যমে সংগ্রহ করবে বা গ্রাহককে নির্দিষ্ট ঠিকানায় পাঠাতে হবে।
5) রিফান্ড প্রক্রিয়া
অর্ডার বাতিল হলে বা রিটার্ন অনুমোদিত হলে গ্রাহককে রিফান্ড দেয়া হবে।
যেহেতু আমরা শুধুমাত্র Cash on Delivery (COD) ব্যবহার করি, তাই রিফান্ড প্রক্রিয়া কেবল ক্যাশ/বিকাশ/নগদে করা হবে (গ্রাহকের সম্মতিতে)।
রিফান্ড সম্পন্ন হতে ৩–৭ কার্যদিবস লাগতে পারে।
6) আমাদের অধিকার
আমরা যে কোনো অভিযোগ যাচাই করার অধিকার রাখি।
মিথ্যা/ভুল তথ্য প্রদান করলে রিটার্ন বা রিফান্ড গ্রহণযোগ্য হবে না।
7) যোগাযোগ
হটলাইন/WhatsApp: +880 1922-934743
ইমেইল: darkstylebd@gmail.com
ঠিকানা: Shuvadda Haji Market, South Keraniganj, Dhaka




